প্রতারণা ও হয়রানী বন্ধে ভিডিও শেয়ারিংএ নতুন নীতিমালা করছে ইউটিউব


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০১৭, ১:২৩ PM / ৫৭
প্রতারণা ও হয়রানী বন্ধে ভিডিও শেয়ারিংএ নতুন নীতিমালা করছে ইউটিউব

গুগলের ভিডিও শেয়ারিং সাইটের নতুন নীতিমালা অনুযায়ী, নিজের চ্যানেল থেকে অর্থ আয় করতে কমপক্ষে ১০ হাজার ভিউ পেতে হবে। ১০ হাজার ভিউ হওয়ার পর ইউটিউব কর্তৃপক্ষ কনটেন্ট যাচাই করে দেখবে। যদি কনটেন্ট ইউটিউবের নীতিমালা অনুযায়ী হয়, তবেই তাতে বিজ্ঞাপন দেয়া হবে।

তবে ১০ হাজার ভিউ পাওয়ার আগেই কোনো চ্যানেল অর্থ উপার্জন করে থাকলে নতুন নীতিমালার কারণে তাতে কোনো প্রভাব পড়বে না। শুধু নতুন করে কেউ ইউটিউব গ্রাহক হতে চাইলে তাকে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।

এদিকে, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে ভিডিও নির্মাতা ও বিজ্ঞাপনদাতা উভয়ের স্বার্থ রক্ষা হবে।

২০০৭ সালে চালু হয় ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তখন থেকেই অনেক ভিডিও নির্মাতা বিজ্ঞাপনের বদৌলতে নিজেদের কনটেন্ট ব্যবহার করে অর্থ উপার্জন করতে শুরু করেন।