আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চলতি বছরের ১৭ জানুয়ারি, দুবাইয়ে অবস্থিত আইসিসি একাডেমিতে ডোপ টেস্টের সম্মুখীন হন শাহজাদ।পরবর্তীতে সল্ট লেক সিটিতে তার নমুনা পরীক্ষা নীরিক্ষা করা হয় যেখানে ওয়াডার ১.২ ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ক্লেনবিউটেরলের উপস্থিতি সনাক্ত করা হয়।
আইসিসির এন্টি-ডোপিং কোড অনুযায়ী, শাহজাদ সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন এবং এই নিষেধাজ্ঞা শুরু হবে ২৬ এপ্রিল থেকে। তবে শাহজাদ চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে তার প্রদত্ত নমুনা পুনঃনিরীক্ষণ করা হবে।
আপনার মতামত লিখুন :