মুক্তাগাছায় বৈশাখী উৎসব


Tajul প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৭, ১২:৫৫ PM / ১৪১
মুক্তাগাছায় বৈশাখী উৎসব

আজ ঘোড়া-মহিষ গাড়ী, পালকি, গ্রামীন ও রাজকীয় সাজসজ্জার সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, চিত্রাঙ্কন, আবৃত্তি, কাবাডি, বানরখেলা ও বাঙালিয়ানা সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্যদিয়ে মুক্তাগাছায় বৈশাখি উৎসব পালন করা হচ্ছে। পৃথকভাবে দিনব্যাপী উপজেলা প্রশাসন, ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা পৌরসভা, পৌর পাঠাগার ও শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুষ্ঠানাদিরদ উদ্বোধন করেন তথ্য মন্ত্রাণলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।

মুক্তাগাছায় বৈশাখি উৎসব
মুক্তাগাছা বৈশাখী উৎসবের ফিাতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সালাহউদ্দিন মুক্তি সঙ্গে 2এপিবিএন সিও নজরুল হোসেন।

সকালে ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন চত্বর থেকে হুক্কা, জাল, মাথলা, গামছা, নৌকা, পালকি, রাজকীয় সাজসজ্জা  ও কৃষক বেশে ২এপিবিএন এর সিও মোহাম্মদ নজরুল হোসেনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করলে এলাকাবসীর নজর কাড়ে। একই সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে পান্তা ভাত উৎসবে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রাণলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলকার নায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফেরদৌস আলমসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধিজন। বেলা ১১টায় শহীদ স্মৃতি সরকারি কলেজের বৈশাখি মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পান্তা উৎসবের আয়োজন করা হয়।

র‌্যালি - মুক্তাগাছায় বৈশাখি উৎসব
সকালে মঙ্গল শোভাযাত্রায় বর-বধূ বেশে পালকি করে মুক্তাগাছার শিক্ষার্থীরা