ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের জনগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স


Tajul প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০১৭, ৮:৫৮ PM / ২৬৫
ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের জনগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

গতকাল ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের সর্বস্তরের জনগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বর, পৌরসভাসহ ১শ ৫১টি স্থানে মাল্টি প্রজেক্টর, বড়পর্দা ও টেলিভিশনের মাধ্যমে এলাকার সকল শ্রেণির মানুষের উপস্থিতিতে ভিডিও কনফারেন্স প্রদর্শিত হয়। উপজেলা পরিষদ চত্বরে কনফারেন্সে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫১টি স্থানে বড় পর্দায় প্রজেক্টের মাধ্যমে প্রর্দশিত হয়।

ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের জনগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

ছাত্র-শিক্ষক-অভিভাবক, ইমাম, আলেম-ওলামা, পুরোহিত, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, নারী নেত্রী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সম্পৃক্ত ছিলেন। উপজেলা পরিষদ চত্ত্বরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকারিয়া হারুন, ইউএনও মোঃ জুলকার নায়ন, সহকারী কমিশনার (ভূমি) সুহানা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, ওসি আক্তার মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইঞ্জিঃ অসিত দেব, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, প্রচার সম্পাদক মোঃ তারেক, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পৌরসভা চত্ত্বরে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ শহীদুুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমপি খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুতাহের সরকার ছানামিয়া, পৌর কমিশনার, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক এলাকার জনগণ। উল্লেখ মুক্তাগাছা উপজেলা প্রশাসন, মুক্তাগাছা পৌরসভা, ১নং দুল্লা ইউনিয়ন, ২নং বড়গ্রাম, ৪নং কুমারগাতা, ৫নং বাঁশাটি, ৯নং কাশিমপুর, ১০নং খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ, বিদ্যালয় সমূহের মধ্যে কেন্দ্রীয় পৌর মডেল, গয়েশপুর, বিরাশি, নবাব আলী পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঁশাটি চরপাড়া দাখিল মাদ্রাসা ও লেংড়ার বাজার আলিম মাদ্রাসাসহ উপজেলার ১৫১টি স্থানে ভিডিও কনফারেন্সে জনগণ অংশগ্রহন করেন। উল্লেখ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহের সার্কিট হাউজ, ভালুকা ডিগ্রীকলেজ মাঠ, জামালপুর ও নেত্রকোণার জনগণের সাথে সরাসরি মত বিনিময় করেন। জানাযায় ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা ১০টি পৌরসভা, ১৪৬টি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রোথ সেন্টারসহ ১৫১৭টি স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বড়পর্দা ও টেলিভিশনের মাধ্যমে কয়েক লক্ষ লোক ভিডিও কনফারেন্সে সম্পৃক্ত ছিলেন।