আগামীকাল ময়মনসিংহ বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০১৭, ৬:৩৩ PM / ৪৯
আগামীকাল ময়মনসিংহ বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের সর্বস্তরের জনগণের সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিষয়ে সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এর অংশ হিসেবে শহরের সার্কিট হাউজ মাঠ এবং ভালুকা উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে সরাসরি যুক্ত হয়ে উল্লিখিত বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্সে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা, ১০টি পৌরসভা, ১৪৬টি ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রোথ সেন্টারসহ সর্বমোট ১৫১৭টি স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বড় পর্দা, টেলিভিশনের মাধ্যমে ১৩ লক্ষের অধিক নাগরিক অংশগ্রহণ করবেন।

সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।