ইন্ডাস্ট্রির স্বার্থে এতদিন বলিনি শাকিব আমার বর : অপু


Sharif Khan প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০১৭, ২:৩৫ PM / ৭৪
ইন্ডাস্ট্রির স্বার্থে এতদিন বলিনি শাকিব আমার বর : অপু

শাকিব খানের ঔরসজাত নিজের পুত্র সন্তানের নাম আব্রাহাম খান জয়। সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরে সরাসরি প্রচারিত একটি অনুষ্ঠানে এ কথা জানান দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের মধ্যে বিয়ে হয়। বিয়ের পর তার নাম হয় অপু ইসলাম খান। আর তাদের সন্তান হয়েছে  ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে।

তবে বিয়ের বিষয়টি এতদিন গোপন রাখার কারণ হিসেবে অপু বলেন, ইন্ডাস্ট্রির স্বার্থে এতদিন বলিনি শাকিব আমার বর। আর শাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন করে রেখেছিলেন তিনি।