নেদারল্যান্ডসে ভোট শুরু


Sharif Khan প্রকাশের সময় : মার্চ ১৬, ২০১৭, ১২:৩৯ AM / ২৬৪৭
নেদারল্যান্ডসে ভোট শুরু

গুরুত্বপূর্ণ আইনসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে নেদারল্যান্ডসে। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। দেশটিতে ভোটার রয়েছেন আনুমানিক ১ কোটি ৩০ লাখ। আর পার্লামেন্টের নিম্নকক্ষের ১৫০ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ২৮টি দল।জরিপগুলোতে আভাস মিলছে কড়া প্রতিদ্বন্দ্বিতার।

আল জাজিরার খবরে বলা হয়, নেদারল্যান্ডস ও তুরস্কের মধ্যে চলমান কুটনৈতিক দ্বন্দ্বে অনেকটাই চাপা পড়ে গেছে এই নির্বাচন। ভোটে প্রধানমন্ত্রী মার্ক রুটের মধ্য ডানপন্থী পার্টি এবং কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী গ্রিট ওয়াইল্ডার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোটের আগ দিয়ে জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, রুটের রিবারেল ভিভিডি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। আর ওয়াইল্ডার্সের পিপিভি পার্লামেন্টের সবথেকে বড় দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনে প্রয়োজন ১৫০ টি আসনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনাই বেশি। তেমন ক্ষেত্রে, বেশিরভাগ দল পিপিভির সঙ্গে জোট না বাধার প্রতিশ্রুতি দিয়েছে।