বিবারের সঙ্গে নাচবেন সানি


Sharif Khan প্রকাশের সময় : মার্চ ৪, ২০১৭, ৮:৫০ AM / ৩৮১৩
বিবারের সঙ্গে নাচবেন সানি

১০ মে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গাইবেন সংগীতশিল্পী জাস্টিন বিবার। এখানে কানাডিয়ান এই তারকাকে সঙ্গ দেবেন বলিউডের নামিদামি তারকারা। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা।

এ প্রসঙ্গে কনসার্ট আয়োজকের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘হাতেগোনা কয়েকজন তারকার মধ্যে সানি লিওন কনসার্টে পারফর্ম করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো সারপ্রাইজ নয়, স্বাভাবিক ঘটনা।’

শোনা যাচ্ছে, এ তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। তিনি ২২ বছর বয়সী এই তরুণ গায়কের সঙ্গে নাচবেন। তিনিও জাস্টিনের মতোই কানাডিয়ান। তার নাম সানি লিওন।