নারী ফুটবল দল ভিসা পেলো না যুক্তরাষ্ট্রের


Sharif Khan প্রকাশের সময় : মার্চ ২, ২০১৭, ১১:০৬ PM / ১২৩০
নারী ফুটবল দল ভিসা পেলো না যুক্তরাষ্ট্রের

তিব্বতের একটি নারী ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার অভিযোগ উঠেছে। ওই নারী দলের সদস্যদের বেশির ভাগই ভারতে অবস্থানরত উদ্বাস্তু। তারা দিল্লিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভিসার আবেদন করেছিলেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাতটি দেশের নাগরিকদের তার দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন (অবশ্য তা আদালত কর্তৃক স্থগিত) তার মধ্যে ভারত বা তিব্বতের নাম ছিল না।টেক্সাসে দলটির একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল। তাদের ভিসা আবেদনে লেখা হয়-যুক্তরাষ্ট্র সফরে কোনো ভালো কারণ নেই (নো গুড রিজন টু ভিজিট ইউএস)।

তিব্বত চীনের দুর্গম এক স্বায়ত্তশাসিত অঞ্চল যার বেশির ভাগ বাসিন্দাই বৌদ্ধ ধর্মাবলম্বী। এ অঞ্চল পৃথিবীর ছাদ হিসেবেও পরিচিত। তিব্বত মহিলা ফুটবলের নির্বাহী পরিচালক যুক্তরাষ্ট্রের ক্যাসি চাইল্ডার্স বলেন, আমি হতাশ। আমাদের মাসব্যাপী এক সফরের পরিকল্পনা ছিল। এটা প্রত্যেক খেলোয়াড়ের জীবনে এক বিরাট মুহূর্ত হতে পারতো। তিব্বতি মেয়েরাও তাদের সামর্থ্য পৃথিবীর সামনে তুলে ধরার সুযোগ পেতো।