রাজধানীর বসুন্ধরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা কয়েকটি ক্যাফে ও একটি কাঁচের দোকান ভাঙচুর করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯ টার দিকে এ্যাপোলে হাসপাতালের সামনে মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তপুর সঙ্গে সেখানে দায়িত্ব পালন করা বসুন্ধরার এক নিরাপত্তারক্ষীর কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন সেখানে আরও কয়েকজন নিরাপত্তারক্ষী ওই শিক্ষার্থীকে মারধর করে। খবর পেয়ে ইভিনিংয়ে ক্লাসরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ্যাপোলে হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।
এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়। আজ সকালে কিছু শিক্ষার্থী প্রগতি স্বরণী অবরোধ করে আবার বিক্ষোভ প্রদর্শন করে।
আপনার মতামত লিখুন :