রাশিয়ান রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৭, ১২:৪০ AM / ১০৩
রাশিয়ান রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাইটালি চারকিন সোমবার নিউ ইয়র্কে মারা গেছেন। নিজের ৬৫তম জন্মদিনের মাত্র একদিন আগে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জাতিসংঘে তার সহকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, ইস্ট ৬৭ স্ট্রিটে রাশিয়ান মিশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। নিউ ইয়র্কের প্রেসবাটেরিয়ান হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এ খবর দিয়েছে সিএনএন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই অসাধারণ রাশিয়ান কূটনীতিক মারা গেছেন যখন তিনি নিজের পেশাদারি কাজে ছিলেন।’ তার সম্মানে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন বলেন, ‘আমরা জাতিসংঘ পরিবারের সবচেয়ে শ্রদ্ধাভাজন ও প্রভাবশালী একজন সদস্যকে হারিয়েছি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলিতে পারি তার নাম এ সংগঠনের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।’