সম্প্রতি প্রকাশ হয়েছে তরুন প্রজন্মের সুরকার-গীতিকার ফাজবীর তাজ এর মিশ্র গানের অ্যালবাম ’ফাজবীর মিক্স-১ শেষ কবিতা’। ইউটিউবে মুক্তির পর পরই শ্রোতারা সাদরে গ্রহন করেছে এই অ্যালবামটি। এই অ্যালবামে প্রথমবারের মতো ফাজবীরের কথা-সুরে গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ। রোমান্টিক ধাঁচের এই গানটির শিরোনাম ‘ওরে পাগল’।গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাস। গানটি নিয়ে বেশ আশাবাদী কাজী শুভ ও ফাজবীর তাজ।
উল্লেখ্য, ‘ফাজবীর মিক্স-১ শেষ কবিতা’ শীর্ষক অ্যালবামটি এফ-সিরিজের ব্যানারে ডিজিটালি প্রকাশ পায় গত ১৬ই ফেব্রুয়ারি। এ অ্যালবামে কাজী শুভ ছাড়াও গান গেয়েছেন ফাজবীর তাজ, রুমা, সাদ শাহ ও সাঈদ ইসলাম।
আপনার মতামত লিখুন :