বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। এফবিসিসিআই এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসের (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ ব্যবসায়িক সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ মন্তব্য করেন। সভায় আমিনুল ইসলাম বলেন, চীন বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার। এছাড়া বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক জোন করা হবে। সেখানে চীনা বিনিয়োগকারী ব্যবসায়ীদের আলাদা অগ্রাধিকার দেওয়া হবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি আবদুর মাতলুব আহম্মাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, আইওএসএসসি’র চেয়ারম্যান মি. লিউ জিনহুয়া, সংগঠনের ভাইস চেয়ারম্যান টং মিং টাও প্রমুখ।
তথ্য : সংগ্রহীত
আপনার মতামত লিখুন :