কলম্বোয় বাংলাদেশ নারী ক্রিকেট দল বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে আজ। ২০১৭ বিশ্বকাপের টিকিট পেতে এ ম্যাচে বড় ব্যবধানে জয় চাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বিশ্বকাপ কোয়ালিফায়ার সুপার সিক্স পর্বের দুই রাউন্ড শেষে টিকিট নিশ্চিত ভারত ও দক্ষিণ আফ্রিকার।
২০১৭ নারী বিশ্বকাপে খেলার আশা জীবিতই রয়েছে বাংলাদেশের। তবে এ জন্য সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় চাই রুমানাদের। সমান ৪ পয়েন্ট সংগ্রহ পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী দলের। বাংলাদেশের একাউন্টে রয়েছে ২ পয়েন্ট। শেষ রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছবে ৪ পয়েন্টে। এক্ষেত্রে নেট রান রেটে কপাল খুলবে এক দলের।
একই দিন অন্য ম্যাচে ভারতের মোকাবিলা করবে পাকিস্তান নারী দল। বাংলাদেশের জয়ের পাশাপাশি ওই ম্যাচে ভারতের কাছে পাকিস্তান যদি হার দেখে তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান- তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ৪-এ। বিশ্বকাপ কোয়ালিফায়ার সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় কুড়ায় বাংলাদেশ নারী দল। তবে শক্তিধর ভারতের কাছে হার দেখে রুমানা বাহিনী। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫২ ও ভারতের ম্যাচে ৩৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশ নারী দলের ওপেনার শারমিন আখতার। ভারতের বিপক্ষে ম্যাচে অর্ধশতক হাঁকান মিডলঅর্ডার ব্যাটিং তারকা ফারজানা হকও।
আর আসরে বল হাতে সমান নৈপুণ্য দেখাচ্ছেন বাংলাদেশের পেসার ও স্পিনাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সমান পাঁচ উইকেট ভাগাভাগি করেন বাংলাদেশের স্পিন ও পেস তারকারা। এতে ৯ ওভারের স্পেলে ২১ রানে তিন উইকেট নেন ম্যাচ সেরা খেলোয়াড় পেস তারকা জাহানারা আলম। ওয়ানডে র্যাঙ্কিংয়ের (আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ) সেরা চার দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ খেলছে সরাসরি। কোয়ালিফায়ার সুপার সিক্স পর্বে গ্রুপের মুখোমুখি লড়াইয়ের পয়েন্ট জমা পড়েছে জয়ী দলের একাউন্টে।
আপনার মতামত লিখুন :