বইমেলায় নির্মাতা আহসান সারোয়ারের নতুন বই


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৭, ১০:৫৩ PM / ২৭৫
বইমেলায় নির্মাতা আহসান সারোয়ারের নতুন বই

গতবারের মত এবারও নতুন বই নিয়ে হাজির হয়েছেন চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে তার নতুন গল্পগ্রন্থ ‘কেন বল মন রেখে দিলে’। নতুন এ বইটিতে স্থান পেয়েছে ৮টি গল্প।
গল্পগুলো হলো- এখন তোমার শহরে, সাইকেল পাখির ডানায় চড়ে, কেন বল মন রেখে দিলে, শমশের এখন কি করবে, তারা বাবুর দুধওয়ালী, শ্রীকান্ত ও মায়া কাহিনী ২, শেষ হলেও পারতো এবং তৈয়ব আলীর নতুন টেলিভিশন।

নতুন এ গ্রন্থটি নিয়ে আহসান সারোয়ার বলেন, গত বছরের বইমেলায় ‘ওর চোখে বিকেলের ছায়া’ লিখেছিলাম। বইটি পাঠক পছন্দ করায় নতুন গল্পগ্রন্থ ‘কেন বল মন রেখে দিলে’ লেখা হলো এবার।

কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় স্টল নম্বর ৩৬৭-৩৬৮তে পাওয়া যাচ্ছে।

চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার সবশেষ শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করবো জয়’ পরিচালনা করেছেন। ছবিটি মুক্তির পর মৌলিক গল্পের কারণে বেশ প্রশংসিত হয়। এ বছর নিজের লেখা কাহিনী ও পরিচালনায় ‘রং ঢং’ চলচ্চিত্রটি নিয়ে শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন।