দূষণের কারণে দেহের নানা ধরনের ক্ষতি হয়ে থাকে, একথা সবাই জানেন। তবে এক্ষেত্রে ত্বকের ক্ষতির বিষয়টি অনেকেরই সঠিকভাবে জানা ছিল না। সম্প্রতি এক বিশেষজ্ঞ এ ক্ষতির বিষয়টি নতুন করে তুলে ধরেছেন।
ত্বক বিশেষজ্ঞ লরেনা ওবার্গ এ বিষয়ে সচেতন হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দূষিত পদার্থগুলো ত্বকে পড়ার পর তা ত্বকের ভেতরে প্রবেশ করে। ফলে তা দেহে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যাওয়ার জন্য দূষিত পদার্থগুলো অনেকাংশে দায়ী। এছাড়া এটি ত্বক শুষ্ক করে দেয় এবং এতে এ প্রক্রিয়া আরও ক্ষতিকর হয়ে ওঠে।
তিনি বলেন, দূষিত এলাকা দিয়ে যারা যাতায়াত করেন, তাদের ত্বকের ওপর এর বাজে প্রভাব পড়ে। ফলে ত্বকের বয়স যেন ১০ বছর বেড়ে যায়। দূষিত এলাকায় যাতায়াতেও ত্বকের ওপর এ বিরূপ প্রতিক্রিয়া পড়ে, যার মূল কারণ বায়ুর দূষিত পদার্থের ডার্মাটোলোজিক্যাল প্রভাব। এতে ত্বকের টানটান ভাব তৈরি করার জন্য দায়ী কোলাজেন উৎপাদন কমে যায়। ফলে ত্বক টানটান ভাব হারায়।
আপনার মতামত লিখুন :