বন্ধ হচ্ছে প্রিয়াংকার ‘কোয়ান্টিাকো’


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ১১:২১ PM / ৮০
বন্ধ হচ্ছে প্রিয়াংকার ‘কোয়ান্টিাকো’

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন  বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। দুই বার পিপলস  চয়েস অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এই টিভি সিরিজের সাফল্যের কল্যানে হলিউড ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন প্রিয়াংকা।

শোনা যাচ্ছে, দ্বিতীয় কিস্তিতে প্রত্যাশিত টিআরপি না পাওয়ায় ‘কোয়ান্টিকো’ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। যদিও প্রিয়ঙ্কার মুখপাত্র গোটা বিষয়টাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে চ্যানেলের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এটা নিয়ে অফিশিয়ালি এখনই কিছু বলা সম্ভব নয়।

তাই বিষয়টি নিয়ে সবার মাঝেই জল্পনা সৃষ্টি হয়েছে। যদিও এই জল্পনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি ৩৪ বছর বয়সী প্রিয়াংকা। শেষ পর্যন্ত কী হয়, সেটা সময় এলেই জানা যাবে।