ভালোবাসা দিবসে তূর্য্যের ‘মেঘপরী’


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০১৭, ৯:৪১ AM / ৬০৭
ভালোবাসা দিবসে তূর্য্যের ‘মেঘপরী’

আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এ এইচ তূর্য্য (আকরাম হোসাইন তূর্য্য) তার দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। অ্যালবামটির নাম ’মেঘপরী’। অ্যালবামে মোট ৭ টি গান রয়েছে। গানগুলোর কথা লিখেছেন- বায়েজিদ আহমেদ অপু, তানিম রায়হান, প্রশান্ত ভৌমিক, রাধিন তপন, সালমান আহমেদ সোহাগ এবং কিরণ মাহমুদ মান্না।

অ্যালবামের সাতটি গানের মধ্যে চারটির গানের সুর করেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ইতোমধ্যে অ্যালবামের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অ্যালবামটি সম্পর্কে তূর্য্য বলেন, ‘অ্যালবামের প্রতিটি গান অনেক যত্ন করে কম্পোজিশন করেছি। এছাড়া শ্রোতাদের কথা মাথায় রেখে গানগুলোর কথা, সুর করা হয়েছে। আশাকরছি, অ্যালবামের প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

সুর সপ্নের ব্যানারে অ্যালবামটি ভালোবাসা দিবস থেকে বাজারে পাওয়া যাবে। এছাড়াও শ্রোতাবৃন্দ (Gaan bazaar) ইউটিউব চ্যানেলে সবগুলো গান উপভোগ করতে পারবেন।