নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জোভান


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৭, ১২:২০ AM / ১১৪৪
নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জোভান

টেলিভিশন নাটক এবং গানের ভিডিওর পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন জোভান। তরুণ অভিনয়শিল্পী হিসেবে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। এটি জোভানের তৃতীয় স্বল্পদৈর্ঘ্য। আগের দুটির মতো এটিও পরিচালনা করেছেন ভি কি জাহেদ।

গতকাল কথা প্রসঙ্গে জানালেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা। নতুন এ চলচ্চিত্রের নাম ‘অক্ষর’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাফা কবির।  নতুন স্বল্পদৈর্ঘ্য ছবিটি ​নিয়ে জোভান বললেন, ‘এবারের চলচ্চিত্রটির ব্যতিক্রম দিকটি হলো, আমি এতে গ্রামের ছেলে। গল্পটি পুরোদস্তুর গ্রামের।’ যখন ফেসবুক বা মুঠোফোন ছিল না, তখনকার গল্প এটি।

পরিচালক জানালেন, এ মাসেই মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য ছবিটি। শুরুতে শুধু অনলাইনে দেখা যাবে ‘অক্ষর’।