৭২ বলে ৩০০ রান!


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৭, ১২:০১ AM / ৬০৯
৭২ বলে ৩০০ রান!

টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি! অবিশ্বাস্য! মাত্র ৭২ বলে ৩০০ রান! এমন অবিশ্বাস্য কা-ই করলেন ভারতের তরুণ এক ব্যাটসম্যান। ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে দ্রুততম ফিফটি, দ্রুতমত সেঞ্চুরি, দ্রুততম ডাবল এমন কি দ্রুততম ট্রিপল সেঞ্চুরিও করলেন ২১ বছর বয়সী মোহিত আহলাওয়াত।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগে পূর্ব দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস ইলেভেনের বিপক্ষে মাভি ইলেভেনের হয়ে এই রেকর্ড গড়েন তিনি। ৩০০ রানে অপরাজিত থাকার পথে তিনি হাঁকান ৩৯ ছক্কা ও ১৪ চার। শেষ দুই ওভারে নেন ৫০ রান।

এরমধ্যে শেষ ওভারে মারেন ৫টি ছক্কা। তার এই বিশ্বরেকর্ডে মাভি ইলেভেন ২ উইকেটে করে ৪১৬ রান। টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রানের ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৩ সালে ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে করেন ১৭৫ রান।