উচ্ছেদ অভিযান চলবে : সাঈদ খোকন


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৭, ৯:৪৬ AM / ৪২৩
উচ্ছেদ অভিযান চলবে : সাঈদ খোকন

গত সোমবার রাজধানীর নন্দীপাড়া কালভার্ট এলাকায় নন্দীপাড়া ত্রিমোহনী খাল উদ্ধার অভিযানের শুরুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করে তোলার জন্য যতদিন আমাদের কার্যক্রম শেষ না হবে ততদিন উচ্ছেদ অভিযান চলবে।  ঢাকা ওয়াসা, ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ অভিযান চালায়।

মেয়র বলেন, ঢাকার খালসমূহ ভরাট ও অবৈধ দখলের কবলে পড়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিনি বলেন, গুটিকয়েক মানুষের লাভের জন্য লাখ লাখ নগরবাসীর জীবন অতিষ্ঠ হতে দেবো না। খাল-রাস্তাসহ যত অবৈধ স্থাপনা রয়েছে নগরবাসীর সহায়তা নিয়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নগরকে বাসযোগ্য করার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন মেয়র। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়াসার এমডি ইঞ্জিনিয়ার তাকসিম এ খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।