আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী সিভিল ফেস্ট-২০১৭ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন-নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘অতীতের ভুল যদি তারা এবার করে, তাহলে বিএনপি আরও কতটা সংকুচিত হবে, তা তাদের মধ্যে যাদের বুদ্ধি আছে, তারা ভালো করেই জানে।
ওবায়দুল কাদের অারও বলেন, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে, আমি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন।
আপনার মতামত লিখুন :