মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে এককাট্টা হয়েছে ৯৪টি প্রযুক্তি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের নির্দেশে আপাতত ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।
ওই আদেশের বিরোধিতা করে আদালতেরও দ্বারস্থ হয়েছে প্রতিষ্ঠানগুলো। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইনটেল ও টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে। তবে আমাজন এবং টেসলা ও স্পেসএক্স এই তালিকায় নেই।
প্রতিষ্ঠানগুলোর আবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলা অভিবাসন প্রক্রিয়ার সততা ও ভবিষ্যদ্বাণীর নীতি কোনো কিছুই নির্বাহী আদেশে প্রতিফলিত হয়নি।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য ড্রাম
আপনার মতামত লিখুন :