২০১৩ সালে ভালোবাসা দিবস উপলক্ষে ফয়সাল রাব্বিকীনের কথায় লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয়েছিলো তারকাবহুল মিশ্র অ্যালবাম ‘লাভ ডুয়েটস’।
এবার তিন বছর পর একই ব্যানার থেকে অ্যালবামটির সিকুয়্যাল আসছে। অ্যালবামের নাম ‘লাভ ডুয়েটস-২’। সব গুলো গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এবার শিল্পী ও সুরকারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে। এ অ্যালবামে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সুরকাররাই কাজ করেছিলেন। অ্যালবামের বেশ কয়েকটি গান সে সময় শ্রোতাপ্রিয়তা পায়।
এর মধ্যে ছিলো বেলাল-পূজার ‘তোমার ছোঁয়া’, কাজী শুভ-নাওমির ‘সারাটি জনম’, মাহমুদ সানী-নির্ঝরের ‘হৃদয় জানে’সহ বেশ কিছু গান। চলতি প্রজন্মের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালকরাই এ অ্যালবামে থাকছেন। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে লেজারভিশনের ব্যানারে ১৪ই ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের আগেই প্রকাশ হবে এ অ্যালবাম। এরই মধ্যে গানগুলো তৈরির কাজ শেষ পর্যায়ে।
আপনার মতামত লিখুন :