বইমেলায় রাসেলের ‘সাফল্যের মূলমন্ত্র’


Sharif Khan প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০১৭, ১২:৪৪ AM / ৫৫০
বইমেলায় রাসেলের ‘সাফল্যের মূলমন্ত্র’

মানুষের ব্যক্তি ও পেশাগত জীবনে যে কোনো কাজে সাফল্যের পেছনে প্রয়োজন সঠিক পরিকল্পনা। শুদ্ধ পরিকল্পনাই ক্যারিয়ার গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কারণ পরিকল্পনাহীন জীবন দিকপালহীন নৌকার মতো। তাই ছাত্রজীবন থেকে শুরু করে কর্পোরেট লাইফ, ব্যবসা কিংবা সরকারি চাকরি সর্বত্র নিজের ক্যারিয়ার ও জীবনকে বর্ণময় করে তোলা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে।

রাসেলের 'সাফল্যের মূলমন্ত্র' - বইমেলায় রাসেলের 'সাফল্যের মূলমন্ত্র'

এ জন্য প্রয়োজন সুনির্দিষ্ট গাইডলাইন। এ লক্ষ্যে অন্বেশা প্রকাশন (বইমেলা ২০১৭, প্যাভেলিয়ন নম্বর ১২) থেকে বের হয়েছে শামছুল হক রাসেলের ‘সাফল্যের মূলমন্ত্র’ বইটি।

বইটির লেখক জানান, এ গ্রন্থ সে প্রত্যাশা পূরণ করবে। এতে মানুষের পেশাগত জীবনের সিদ্ধান্ত গ্রহণের নানা পরামর্শ তুলে ধরা হয়েছে। আলোচনা করা হয়েছে কর্মস্থলের বিভিন্ন ম্যানারের কথা। এককথায় বলতে গেলে সাফল্যের কিছু মন্ত্র ছড়িয়ে দেওয়া হয়েছে এখানে। তরুণদের জন্য গ্রন্থটি অবশ্য পাঠ্য।

শামছুল হক রাসেল বর্তমানে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এ জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও অনলাইন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।