শেষ টি-২০তে শোচনীয় হার মেনেছে ইংল্যান্ড। ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এ ম্যাচ জেতে ৭৫ রানের ব্যবধানে। ভারতের ২০২ রানের জবাবে ইংল্যান্ড ২ উইকেটে ১১৯ রান থেকে ১২৭ রানে অলআউট হয়ে যায়। মাত্র আট রানে আট উইকেট হারিয়ে ব্যাটিং ধসের নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বাঁ হাতি লেগ স্পিনার যুযবেন্দ্র চাহাল একাই ৬ উইকেট নেন ২৫ রানের বিনিময়ে।
চাহালের বলেই ইংল্যাান্ড প্রথম উইকেট হারায়। দলীয় ৮ রানে বিলিংস আউট হন শূন্য রানে। এরপর ৫৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেন নেহরা জেসন রয়কে ৩২ রানে বিদায় করে। এরপর জো রুট ও এউইন মরগান বেশ দ্রুত রান তুলে লড়াইয়ের ছাপ পুটিয়ে তোরেন। কিন্তু ১৪তম ওভারে পরপর দুই বলে দুজনকে ফেরান চাহাল। পরের ওভারের প্রথম বলে বুমরাহ ফেরান বাটরারকে। ৬ বরে তিন উইকেট হারিয়ে দিশাহারা উংল্যান্ড আর দাঁড়াতে পারেনি।
আন্তর্জাতিক টি-২০ খেলায় এটি তৃতীয় সেরা বোলিং। তবে ইনিংসে ৬ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার হলেন তিনি। এর আগের দুবারই এ কৃতিত্ব দেখান শ্রীলঙ্কার স্পিনার অজান্তা মেন্ডিস। ইংল্যান্ডের পাঁচ জন ব্যাটসম্যান আউট হন কোন রান না করেই। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কোন দল এর চেয়ে কম রানে তাদের শেষ আট উইকেট হারিয়েছে একবারই। সেটা নিউজল্যান্ড দল ১৯৪৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের এক ইনিংসে আট উইকেট হারিয়েছিল মাত্র ৫ রানে।
এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডই। মাত্র ২ রানে অধিনায়ক বিরাট কোহরি রান আউট হরে সফরকারীরা আনন্দে মেতে ওঠে। কিন্ত তা বেশিক্ষণ টেকেনি। এই ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ডের তিন মাসের বেশি সময়ের উপমহাদেশ সফর শেষ হলো।
আপনার মতামত লিখুন :