বাংলাদেশের বাজারে ‘নকিয়া ১৫০’ মডেলের হ্যান্ডসেট বিক্রির ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল। এটি ২ দশমিক ৪ ইঞ্চি পর্দার ফিচার ফোন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এইচএমডি নকিয়া ফোন বিক্রির জন্য লাইসেন্স কিনেছে। এর সদর দপ্তর ফিনল্যান্ডে। গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের ফোন তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন উদ্যোগে নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন বাজারজাত করবে এইচএমডি। এ ছাড়া থাকবে নানা স্মার্টফোন। নকিয়া ব্র্যান্ডের ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি নতুন এই হ্যান্ডসেট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
‘নকিয়া ১৫০’ ফোনটি সম্পর্কে বলা হয়েছে, সেটের আবরণে থাকবে পলিকার্বনেট শেল। এতে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না। এতে দুটি সিম ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এফএম রেডিও, এমপিথ্রি প্লেয়ার, এলইডি টর্চলাইট আছে এতে। এর টকটাইম হবে ২২ ঘণ্টা। এটি চার্জ হবে মাইক্রো-ইউএসবি চার্জারে। ফোনে ক্ল্যাসিক স্নেক জেনজিয়াসহ বিভিন্ন গেম থাকবে। ফোনটির দাম হবে ২ হাজার ৪৯৯ টাকা।
আপনার মতামত লিখুন :