হার মানলো চ্যাম্পিয়নরা


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০১৭, ১:০৬ AM / ১৯৬
হার মানলো চ্যাম্পিয়নরা

হার মানলো চ্যাম্পিয়নরাহার মানলো চ্যাম্পিয়নরা। বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) তিন দিনেই চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনকে হারালো ইসলামী ব্যাংক ইস্ট জোন। গতকাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অলক কাপালির দল। টসে হেরে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ২২৪ রানে অলআউট হয়।

জবাব দিতে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে ৩৬৭ রানে করে ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে ১৪৩ পিছিয়ে থেকে খেলতে নেমে ১৯৮ রানে অলআউট হয়ে যায় মোশাররফ হোসেন রুবেলের দল। অলক কাপালিদের সামনে তখন জয়ের লক্ষ্য মাত্র ৫৬ রান। ব্যাট হাতে নেমে আগের ইনিংসের ডবল সেঞ্চুরিয়ান লিটন ৬ রানে আউট হলেও জাকির হাসান ৩৩ ও মেহেদী মারুফ ১৪ রান করে দল দিন শেষ হওয়ার আগেই পৌঁছে দেয় জয়ের বন্দরে। ম্যাচ সেরা হয়েছেন লিটন।

দ্বিতীয় ইনিংসেও এই তিন পেসারে যৌথ আক্রমণে খেই হারিয়ে ফেলেন মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভরা। রাজু ৩টি উইকেট নেন মাত্র ৪২ রান খরচ করে। রাজী ও ইবাদত নেন ২টি করে উইকেট। এছাড়াও প্রথম ইনিংসে ২টির পর দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট পান স্পিনার সাকলাইন সজীব। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ডে শীর্ষে উঠেছে ইস্ট জোন।