একটি অলিম্পিক সোনা হাতছাড়া করতে হলো


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০১৭, ১২:১১ AM / ১৭৫
একটি অলিম্পিক সোনা হাতছাড়া করতে হলো

একটি অলিম্পিক পদকের জন্য খেটে খুটে মরেন সবাই, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন। অথচ উসাইন বোল্টকে কি-না অর্জিত একটি অলিম্পিক সোনা হাতছাড়া করতে হলো শুক্রবার।

লন্ডন অলিম্পিকে প্রথম কোনো স্প্রিন্টার হিসেবে ১০০ ও ২০০ মিটারের ডাবল জিতেছিলেন। সেটাকেই রিও অলিম্পিকে করে ফেললেন ‘ট্রিপল-ট্রিপল’। টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ ও রিলের সোনা জেতার অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন বোল্ট। কিন্তু শুক্রবার একটি কমে তা হয়ে গেল ৮টি।

সেটা জিতেই মাথা উঁচু করে বিদায় নিতে চান ‘বজ্র বিদ্যুৎ’, ‘আপনি আর কী করতে পারেন? আমি যা করতে চেয়েছি সেটাই করেছি। এ খেলাতে প্রভাব ফেলতে পেরেছি, অনেক কিছুই অর্জন করেছি।

 সূত্র: এএফপি, রয়টার্স।