৮ বছর পর নাদাল-ফেদেরার


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০১৭, ৯:৫৩ PM / ১০৫
৮ বছর পর নাদাল-ফেদেরার

৮ বছর পর গ্রান্ড টুর্নামেন্টের ফাইনালে উঠলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। রোববার শিরোপার লড়াইয়ে মেলবোর্নের কোর্টে মুখোমুখি হবেন এই ‘বুড়ো’ দুই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের বিপক্ষে কোনো জয় নেই ফেদেরারের।

দুই সেমিফাইনাল ও এক ফাইনালে হেরেছেন সুইস তারকা। ফেদেরার রয়েছেন ক্যারিয়ারের ১৮তম গ্রান্ড স্লাম শিরোপার সামনে। আর নাদাল রয়েছেন ১৫তম গ্রান্ড  শিরোপার সামনে। গ্রান্ড চার টুর্নামেন্টের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া বাতি তিনটিতে একাধিক শিরোপা জিতেছেন তিনি। ফ্রেঞ্চ ওপেন তো জিতেছেন ৯ বার। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন মাত্র একবার ২০০৯ সালে।