‘যদি আমার মা এই পর্বটি না দেখেন’ : প্রিয়াংকা


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০১৭, ১২:৩১ AM / ১০৯৬
‘যদি আমার মা এই পর্বটি না দেখেন’ : প্রিয়াংকা

এরইমধ্যে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া হলিউডে তার শক্ত অবস্থান করে নিয়েছেন। বিশেষ করে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে তিনি আলোচনায় এসেছেন।

তবে তাকে মাঝে একটি টিভি শোতে গিয়ে খোলামেলা প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনি বলেছিলেন, ‘খুব ভালো হয়, যদি আমার মা এই পর্বটি না দেখেন।’

তাহলে কী সেই গোপন কথা, যেটা মা জানুক—তা চান না পরপর দুবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা?

ব্যক্তিগত গোপন কথা বলতে গিয়ে বেশ অস্বস্তির মধ্যেই পড়েছিলেন এই তারকা।

আজ সোমবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শুটিং হওয়া টিভি শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে ব্যক্তিগত বিষয় নিয়ে উপস্থাপক করণ জোহরের খোলামেলা কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা। জবাব দেওয়ার আগে তিনি লাজুক ভঙ্গিতে জানিয়েছেন, তাঁর এই কথা মায়ের কানে যাক, তা তিনি চান না।