সোমবার জবানবন্দি দিলেন রাজীব গান্ধী


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০১৭, ১২:২২ AM / ১১৮
সোমবার জবানবন্দি দিলেন রাজীব গান্ধী

সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব রাজীব গান্ধীর জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ ছিলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

১৪ জানুয়ারি রাজীব গান্ধীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ জানুয়ারি শুক্রবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ।
আদালত সূত্র বলছে, আট দিনের জিজ্ঞাসাবাদ শেষে রাজীব গান্ধীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। তাতে বলা হয়, হলি আর্টিজানে হামলার ঘটনায় আসামি জবানবন্দি দিতে চান। তাঁর জবানবন্দি রেকর্ড করা হোক। পরে আদালত তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।