‘সেরা কণ্ঠ খ্যাত’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ১ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন। ছেলে মডেল ও অভিনেতা অর্ণব দাশ। মিডিয়াতে অন্তু নামেই পরিচিত। আগামী ১ ফেব্রুয়ারি মিরপুরের পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে পূজা-অন্তুর বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। এ বিষয়ে পূজা বলেন,বেশ কিছুদিন ধরেই অন্তু ও আমার সম্পর্ক। এরপর আমরা পরিবারকে জানাই। যার ধারাবাহিকতায় বিয়ের তারিখ চূড়ান্ত হয়। অন্তু ও আমার বোঝাপড়া বেশ ভালো। আমার “অবুঝ পাখি” গানটির ভিডিওতে মডেল ছিল অন্তু। সুন্দরবনে শুটিং করতে গিয়েই পরিচয়। শুটিং শেষ করে ঢাকাতে এসে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়।
উল্লেখ্য, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে পেশাগতভাবে যাত্রা শুরু হয় পূজার। তবে ছোটবেলা থেকেই বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন তিনি। তার কণ্ঠে বেশ কিছু গান গত কয়েক বছরে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে তুমি আমার, ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘বৃষ্টি’, ‘কি যাদু’, ‘চুপি চুপি’সহ বেশ কিছু গান।
আপনার মতামত লিখুন :