ফ্লোরিডায় হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে
ফ্লোরিডায় ফোর্ট লডারডেল বিমানবন্দরের ঘটনা। এবার হামলাকারীকে এস্তেবান সান্তিয়াগো হিসেবে চিহ্নিত করা হযেছে। সে আলাস্কায় বসবাস করতো। কাজ করতো একটি নিরাপত্তা বিষয়ক কোম্পানিতে।
এস্তেবান সান্তিয়াগোর ছিল দুটি অস্ত্র। এর একটি হলো ৯ এমএম গ্লোক এবং অন্যটি গ্লোক পয়েন্ট ৪০ ক্যালিবার। হামলায় সে এগুলোই ব্যবহার করেছে কিনা তা নিশ্চিত নয়। তাকে আটক করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।
তবে সিএনএন বলেছে, আলাস্কা থেকে ডেল্টা বিমানের একটি ফ্লাইটে সে মিনেসোটা হয়ে ফ্লোরিডা যায়। এখানে পৌঁছেই সে তার ব্যাগ থেকে বের করে অস্ত্র। তা হাতে নিয়েই সে গুলি করা শুরু করে। তবে কেউ বলছেন, সে বাথরুমে গিয়ে অস্ত্র বের করে। তার পরে শুরু করে গুলি করা। এসব নিয়ে প্রতিটি বিষয়ে তদন্ত করছে এফবিআই।