দক্ষিণ কোরিয়ায় বাসে অগ্নিকাণ্ড, নিহত ১০
দক্ষিণ কোরিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহতের ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।এতে আরও নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উলসান এলাকার গয়েংবু এক্সপ্রেস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাসটিতে চালকসহ ২০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই ছিলেন একটি পেট্রোকেমিক্যাল কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য। তারা একটি প্রমোদভ্রমণ শেষে বাড়িতে ফিরছিলেন।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,বাসটির চাকা বিস্ফোরণ বা খুলে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে দুমড়েমুচড়ে যায়। পরে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।