মেহেন্দীগঞ্জে বজ্রপাত পড়ে নদীতে নিখোঁজ ১
বরিশালের মেহেন্দিগঞ্জে বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে এক ব্যক্তি। মেহেন্দিগঞ্জ উপজেলার স্টিমারঘাট সংলগ্ন মাছকাটা নদীতে বজ্রপাতের সময় নদীতে পড়ে মো. জুলহাস (৩০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ সময় আহত হন দুই ট্রলার যাত্রী। বুধবার (০৫ অক্টোবর) ভোরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তারা ট্রলারে করে সার আনতে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন। এ সময় বজ্রপাত হলে জুলহাস মাছকাটা নদীতে পড়ে যান এবং অপর দু’জন আহত হয়ে ট্রলারে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিখোঁজ মো. জুলহাস উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- উপজেলার সোনাখালী গ্রামের খোকন বয়াতী (৩০) ও বদরপুর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। তবে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দের সাথে যোগােযাগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।