আমার ও অপুর বিয়ে শুধুই গুজব : শাকিব খান
শাকিব খান বিয়ে করেছেন অপু বিশ্বাসকে- এমনই খবর বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে মিডিয়া পাড়ায়। তবে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে সংক্রান্ত খবরটিকে শুধুই একটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান সময়ের এই জনপ্রিয় নায়ক।
সম্প্রতি বেশ কিছু অনলাইনে ও একটি স্বনামধন্য দৈনিক পত্রিকাতে বেশ ফলাও করে প্রচার হচ্ছিলো শাকিব ও অপুর বিয়ের খবরটি। এ প্রসঙ্গে শাকিব তার ফেসবুক পেইজে বিষয়টির নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে শাকিব বলেন, যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এটা নোংরামী ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, সবাইকে এসব গুজবে কান না দেয়ার অনুরোধ রইলো।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস একটি জনপ্রিয় জুটি হিসেবে এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। তাদের সর্বশেষ অভিনীত ছবি ‘সম্রাট’ গত রোজার ঈদে মুক্তি পায় এবং বর্তমানে ‘রাজনীতি’ নামে আরও একটি ছবি মুক্তির মিছিলে রয়েছে।