মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে ৬ মেয়র প্রার্থীসহ ৬০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন দাখিল
মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে ৬ জন প্রার্থী ও ৬০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

ফেরদৌস তাজ; মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে ৬ জন প্রার্থী ও ৬০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন রোববার বিকাল ৫টা পর্যন্ত সহাকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন মেয়র প্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন এবং কাউন্সিলর প্রার্থী হিসাবে ৪৬ জন প্রার্থী মনোয়নপত্র জমা দেন।
সহকারী রির্টানিং অফিসার মোঃ তাজুল রায়হান জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, বিএনপি মনোনীত প্রার্থী শহর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আতাউর রহমান লেলিন, আক্রাম আলী ভুলু মনোনয়নপত্র দাখিল করেন।
শত বর্ষের এ পৌরসভায় মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর।
পৌর শহরের ১৭টি ভোট কেন্দ্রে মোট ৩৯ হাজার ৪শ ১৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।