মুক্তাগাছা ফায়ার স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মুক্তাগাছা ফায়ার স্টেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

(ফেরদৌস তাজ); জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মুক্তাগাছা ফায়ার স্টেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শুক্রবার ফায়ার স্টেশন প্রাঙ্গণে নিমের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এম.পি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, ভাইস চেয়ারম্যান আরব আলী, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, স্টেশন অফিসার নাসির আহমেদ খান, বিজন কুমার দাস প্রমূখ।